
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুল হক মোড়লের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ২নং ওয়ার্ডের দক্ষিণ কালিবাড়ি মন্দির প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দিলীপ মন্ডলের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন মহাদেব গাইন, ডাক্তার শ্যামল কান্তি গাইন, ভালুকা চাঁদপুর ডিগ্রী কলেজের প্রভাষক যামিনী কান্ত মন্ডল, মহিষাডাংগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার গাইন, ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার শাশ্বতী রানী সরকার, মেম্বার আবুহেনা বাবু, মেম্বার হরে কৃষ্ণ মন্ডল, দেবাশীষ গাইন, শহিদুল ইসলাম, পবিত্র কুমার মন্ডল, মেম্বার পদপ্রার্থী আবদুস সোবহান সরদার প্রমুখ। উঠান বৈঠকে এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন। সাবেক চেয়ারম্যান মফিজুল হক তার বক্তব্যে বলেন, ২০১১ সালে আওয়ামীলীগের দলীয় সমর্থনে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হই। নির্বাচিত হয়ে ইউনিয়নকে আধুনিক ইউনিয়ন হিসাবে গড়ে তোলার কাজ করেছিলাম। ইউনিয়ন পরিষদকে স্বচ্ছ ও দুর্নীতিমূক্ত করতে পারিবারিক পাশ বই ইস্যু করে (ক, খ ও গ শ্রেণি) সকল সহযোগিতা বন্টন ও ট্যাক্স আদায় ও বইতে লিপিবদ্ধ করি। উপজেলার প্রায় সর্বত্র সন্ত্রাস, নাশকতা, জ্বালাও পোড়াও, সড়ক কাটা ও গাছকাটা হলেও আমার ইউনিয়নে একটিও হতে দেইনি। শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ, ডিজিটাল উদ্ভাবনী মেলায় শ্রেষ্ঠত্বতের সনদ ও পুরস্কার প্রাপ্ত হই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ, টেংরাখালী গ্রাজুয়েট এসোঃ মাধ্যমে ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করি। মসজিদ ভবন নির্মান, শ্মশান, মন্দির, মাদরাসা, কবরস্থান উন্নয়ন, আশ্রয়ন প্রকল্পের ১৪০টি গৃহ নির্মান, সাইক্লোন শেল্টার নির্মান, ব্রিজ, কালভার্ট, ইটের রাস্তা, মাটির রাস্তা, খাল খনন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মান, ইউনিয়নের সীমানা নির্ধারণ, আইন শৃংখলা বজায় রাখা, সকল ওয়ার্ডে পুলিশিং কমিটি গঠন করা, মাদক, জুয়া বন্দ করা, আত্ম কর্মসংস্থানের ব্যবস্থা করা, ৭টি বাজার চাননি সেট, ডাকঘর, ওয়াশ ব্লক নির্মান, রাতে স্কুলে অতিঃ পাঠদান ব্যবস্থা, শিশু বান্ধব স্কুল ব্যবস্থা, কাদাকাটি থেকে তেঁতুলিয়া, গাবতলা থেকে তেঁতুলিয়া পাকা রাস্তা করাসহ সকল ক্ষেত্রে কাজ করে ইউনিয়নকে ঢেলে সাজানো হয়েছিল। কিন্তু বিগত ৫ বছরে সবকিছু আবার পিছিয়ে গেছে। আমি নির্বাচিত হতে পারলে পুনরায় ইউনিয়নের উন্নয়ন করতে চেষ্টা করবো।