করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেওয়ান মো. নূরে আলম সিদ্দিকী (৪৬) নামে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক (মতিঝিল) বিভাগে কর্মরত ছিলেন।
রবিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বলেন, আমরা এই পুলিশ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। একই সাথে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। দেওয়ান মো. নূরে আলম সিদ্দিকীর গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার কেশবপুর গ্রামে।