মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: সারা বিশ্বের মতো করোনাভাইরাসে বাংলাদেশে যখন থমথমে অবস্থা বিরাজ করছে, ঠিক তখনই র্যাব-৮ একটি দল আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে ত্রাণ বিতরণ করলেন।
শনিবার (১৬ই এপ্রিল) বেলা ১১টায় মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডের বটতলায় ২৭টা বাহিনীর ২৪৮ জনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, তেল, ডাল, সাবান,সিমাই,চিনি,গুড়াদুধ,পেয়াজ গ্লুকোজসহ অন্যান্য সামগ্রী।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল হাসান, এসআই শেখ আব্দুর রহিমসহ ১৪ জনের একটি দল।গত ৩রা (এপ্রিল) শুক্রবার র্যাব -৮ একটি বিশেষ দল আত্মসমর্পণকৃত বনদস্যুদের ত্রাণ সহায়তা প্রদান করেন।