কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে দরিদ্র, অসহায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এবং বাংলাদেশ বিসনেস এন্ড ডিজএবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর আর্থিক সহযোগিতায় কালিগঞ্জ উপজেলার দরিদ্র কর্মহীন ২৬ জন ব্যক্তির মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রত্যেক কে ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ৫০০ গ্রাম লবণ ও ২টি সাবান প্রদান করা হয়।
শনিবার সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত উপজেলা সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে খাদ্য সহায়তা ছাড়াও মাস্ক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সুবর্ন নাগরিক উন্নয়ন সংস্থার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, এছাড়াও উক্ত সংগঠনের প্রতিবন্ধী সদস্যরা উপস্থিত থেকে তাদের অনুভুতি ব্যক্ত করে বলেন করোন ভাইরাসের লক ডাউনে থাকা কঠিন সময়ে এই সমান্য খাদ্য সহায়তা আমাদের অনেকদিন বাচতে সহায়তা করবে। এজন্য আমরা সকলের কাছে কৃতজ্ঞ।