আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারণে কর্মহীন ও হত-দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এবং প্রদীপ মন্ডলের তত্ত্ববধানে কর্মহীন ও হত-দরিদ্র পরিবারের বাড়ীতে বাড়ীতে গিয়ে ৩ দিনের খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়।
মশিউর রহমান সোহাগ, আল আমিন, প্রসেনজিত ঘোষ ও ফয়সাল আহমেদ রাজিবের সার্বিক সহযোগিতায় বুধহাটা ইউনিয়নের নাওয়াপাড়া ও বুধহাটা গ্রামে, ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া গ্রামে ও ধুলিহর ইউনিয়নের ভাঁলুকা চাঁদপুর এবং সুলতানপুর গ্রামে সর্বমোট ৫৫ টি কর্মহীন ও হত-দরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।