অনুভবে শেখ মুজিব
শেখ মুজিব তুমি মরো নাই,
তুমি বেঁচে আছো বাংলার ঘরে ঘরে,
তুমি বেঁচে আছো জাগ্রত বাঙালির
হৃদয়ের মন্দিরে।
শেখ মুজিব তোমার পরম অনুভব করি,
বাগানের রাশি রাশি ফুলে,
শেখ মুজিব তোমার হাসি যেন দেখি,
চাঁদের আলো লাগা জলে।
গ্রীস্মের দুপুরে মনে হয়,
তুমিই বুঝি বট বৃক্ষের ছায়া,
আবার দক্ষিণা বাতাস হয়ে জুড়াও যেন
ক্লান্ত পথিকের কায়া।