
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনির বিভিন্ন প্রতিষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার দিবসটি উদযাপনে আশাশুনি উপজেলা পরিষদ ও মহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম। আলোচনা সভায় মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক শারমিন চৌধুরী ও আফরোজা পারভীন চম্পার উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইচ চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মহিলা অধিদপ্তরের প্রশিক্ষনার্থী, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর পল্লী সমাজের নারী সদস্যবৃন্দ, এপি ওয়ার্ল্ড ভিষনের অংশ গ্রহনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি, ব্র্যাকের এফও উজ্জল হোসেন, তহমিনা রহিম, কল্যাণী সরকার প্রমুখ। আলোচনা শেষে মহিলা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন বিষয়ে ১৮ জন প্রশিক্ষনার্থী নারীদের মাঝে মাথা পিছু ১০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকার ঋণের চেক প্রদান করা হয়। অপর দিকে, বুধহাটায় পাউবো ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে মহেশ্বরকাটি স্লুইচ পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালী বুধহাটা ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় আলোচনা সভায় মিলিত হয়। পাউবো, ব্লুগোল্ড প্রকল্প, বিভিন্ন পানি ব্যবস্থাপনা দল, এনজিও পল্লী চেতনা ও বুধহাটা বালিকা বিদ্যালয়ের অংশগ্রহণে সভায় সভাপতিত্ব করেন মহেশ্বরকাটি স্লুইচ পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সভাপতি ভবেন্দ্র নাথ সরকার। বেউলা পানি ব্যবস্থাপনা দলের নাজমুল ইসলাম ও আনোয়ারা পারভীনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হেসেন, ব্লুগোল্ডের অফিস ম্যানেজার আনিছুর রহমান, জুনিয়র সচিও ইকোনমিষ্ট অচিন্ত কুমার দেবনাথ, জুনিয়র সিভিল ইঞ্জি. আমান উল্লাহ, পোল্ডার কো কোঅর্ডিনেটর আকিদুল ইসলাম, চাপড়া পানি ব্যবস্থাপনা দলের সভাপতি সাংবাদিক এস,এম আহসান হাবিব, ইউপি সদস্য রবিউল ইসলাম ও বিউটি খাতুন, সিডিএফ দীনুবন্ধু সরকার, আব্দুল গফুর সরদার, রজব আলী, আনিছুর রহমান, রেজাউল করিম প্রমুখ।