
কিশোর কুমারঃ তালায় শ্রীমন্তকাটি ছাত্র-কল্যান পরিষদের সভাপতি দেবাশীষ দাশ ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলামের নেতৃত্বে সড়ক দূর্ঘটনা রোধে ও অবৈধ যানবাহন বন্ধের দাবীতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার সময় তালা ডাকবাংলোর সমানে উক্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, ছাত্রকল্যান পরিষদের সভাপতি দেবাশিষ দাশ, সাধারন সম্পাদক খায়রুল ইসলাম প্রমূথ। এসময় বক্তরা বলেন, তালা উপজেলার শালিখা ডিগ্রী কলেজের সড়কটি উপজেলার ব্যস্ততম সড়ক। তিনটি ইউনিয়ন ও পাশ্ববর্তী পাইকগাছা উপজেলা ও আশাশুনি উপজেলার হাজার হাজার মানুষ প্রতিনয়িত রাস্তা দিয়ে চলাচল করে। রাস্তার পাশে একটি কলেজ,তিনটি মাধ্যমিক বিদ্যালয়,ছয়টি প্রাথমিক বিদ্যালয় ও একটি কিন্ডার গার্ডেনে হাজার হাজার শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যাতায়াত করেন।উক্ত সড়কে প্রতিনিয়ত উদ্বেগ জনক হারে বেড়ে চলেছে অনাকাঙ্খিত সড়ক দূর্ঘটনা। গত মঙ্গলবার (১৮ ফ্রেব্রুয়ারী) ইজিবাইকের ধাক্কায় শ্রীমন্তকাটি সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী মোহনা পাল (৭) নির্মমভাবে নিহত হয়। ইতিপূর্বে এ সড়কে ঘটেছে অনেক দূর্ঘটনা।এছাড়া ঐ সড়কের দু’পাশে বছর জুড়ে থাকে স’মিলের কাঠ ও বিক্রয়ের জন্য বিভিন্ন নির্মান সামগ্রী। বক্তরা আরও বলেন, সড়কের এসব দূর্ঘটনা চালকদের অবৈধ যানবাহনের বেপরয়া গতিই দ্বায়ী। সড়কের এসব দূর্ঘটনা এড়াতে প্রয়োজন, গতিরোধের জন্য স্প্রীড বাধ,সড়কের পাশে স’মিলের কাঠ ও নির্মান সামগ্রী অপসারণ ফুটপথে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা অপসারণের প্রয়োজন ।এ সময় সেখানে উপস্থিত ছিল শ্রীমন্তাটি ছাত্র কল্যান পরিষদের সকল সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ ।