
আমি খালিদ হাসান শান্ত। দৈনিক দক্ষিনের মশালের ২৩ ডিসেম্বর ১ম পাতার ৩ কলামে “ভোমরা বন্দরে শান্তর অশান্ত কারবার” শিরোনামে যে খবর টি ছাপা হয়েছে তা আদৌও সত্য নয় । খবরে লেখা হয়েছে ২৪ ঘন্টা টিভির নামে লোকজন দিয়ে চাঁদাবাজি করে ক্ষ্যান্ত নয়। কাস্টম কর্মকর্তাদের খুশি করতে আমি অনৈতিক কার্যক্রম পরিচালনা করি। আমদানিকৃত মালে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়। এগুলি সাংবাদিক বন্ধুদের ভুল বুঝিয়ে একটি কুচক্রী মহল আমার সম্মানের হানি করার জন্য ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। যাহা আদৌও সত্য নয়। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
খালিদ হাসান শান্ত