সাতনদী ডেস্ক:
বর্তমানে সংবাদপত্রের অভাব নেই কিন্তু বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তথ্যানুসন্ধানী সংবাদের অভাব আছে বলে মন্তব্য করেছেন দেবহাটা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মীর খাইরুল আলম। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় দৈনিক সাতনদীর সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়-কালে এসব কথা বলেন তিনি।
নবগঠিত কমিটির সভাপতি মীর খাইরুল আলম আরো বলেন, অনেক সময় আমরা সংবাদপত্র অফিস থেকে অনুসন্ধানী নিউজের ক্ষেত্রে সাপোর্ট পাই না। অনেক সময় সংবাদের গোপনীয়তা রক্ষা হয় না। সংবাদ সংগ্রহ করতে গেলে জনপ্রতিনিধি,প্রশাসন ও আমলারা ভিন্নভাবে দেখে। আমরা মনে করি প্রাতিষ্ঠানিক স্বাধীনতা পেলে সাংবাদিকতাকে আরো এগিয়ে নেওয়া সম্ভব হবে। উপজেলা ভিত্তিক সাংবাদিকদের প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করা হলে দক্ষ সাংবাদিক তৈরি হবে।
মতবিনিময়-কালে আরো উপস্থিত ছিলেন, দেবহাটা প্রেসক্লাবের নব- গঠিত কমিটির সহ-সভাপতি সুমন পারভেজ বাবু, সাধারন সম্পাদক বায়েজিত বোস্তামি উজ্জ্বল, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি ও ফরহাদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এসকে অভি, দপ্তর সম্পাদক এমএ মামুন, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম নাসির উদ্দীন, কার্যনির্বাহী সদস্য আব্দুর রব লিটু, আব্দুস সালাম প্রমুখ।