প্রেস বিজ্ঞপ্তি: ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশ (পিসিবি) এর ব্যবস্থাপনায় বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) সাতক্ষীরা শাখার আয়োজনে ৬৩তম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স এর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ সংলগ্ন বিসিডিএস ভবনে কোর্সটির ক্লাস উদ্বোধন করেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) কেন্দ্র কমিটির সহ-সভাপতি ও সাতক্ষীরা শাখার সভাপতি এস এম কবির উদ্দিন বাবলু। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাস পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক ডক্টর মো. ইকবাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) সাতক্ষীরা সদর উপজেলা শাখার সদস্য আলমগীর হোসেন, শেখ মাহাবুবুর রহমান, শ্যামনগর উপজেলা শাখা সাধারণ সম্পাদক মো. দবির উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) সাতক্ষীরা সদর উপজেলা শাখার সদস্য আব্দুল্লাহ আল মামুন।