সাতনদী ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর আয়োজনে ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন এর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“গোয়ালপোতা এলাকাটি খুবই অবহেলিত রয়েছে। এ দোষ আমার না। আপনাদের এলাকার জনপ্রতিনিধিরা রাস্তা খারাপ তা আমাকে জানায়নি। তবে দ্রুত এলাকাবাসীর ভোগান্তী দূর করা হবে এবং অবশ্যই আপনাদের রাস্তা হবে। এই এলাকার মানুষদেরকে ট্যাংকি দেওয়া হবে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গ্রামাঞ্চলের মানুষের কথা ভাবেন বলেই তিনি মানবতার মা।” এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, বাঁশদহা ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র্র দাস, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা ও ইউপি সদস্য ভৈরবী দাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অর্পণ গায়েন অপু।
১৫ ব্রহ্মরাজপুরের গোয়ালপোতায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবির উঠান বৈঠক
পূর্ববর্তী পোস্ট