জাতীয় ডেস্ক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্দযাপন উপলক্ষে রাজধানীর গাবতলী থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে সব ধরনের তোরণ নির্মাণে নিষেধ করা হয়েছে।
রোববার (১৯ মার্চ) সরকারি এক তথ্যবিবরণীতে এ নিষেধাজ্ঞা দেয়া হয়। এ ছাড়া ব্যানার, ফেস্টুন এবং পোস্টার লাগানো যাবে না বলেও জানানো হয়েছে।
তথ্যবিবরণীতে বলা হয়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে গাবতলী থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে যেকোনো ধরনের তোরণ, ব্যানার, ফেস্টুন এবং পোস্টার লাগানো থেকে বিরত থাকতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
তবে এক্ষেত্রে সীমিত পর্যায়ে পোস্টার, ব্যানার ও ফেস্টুন নিরাপদ দূরত্বে স্থাপন করা যেতে পারে বলেও জানানো হয়।