চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নাগরিক ফোরামের পতেঙ্গা থানা উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা ফোরামের পতেঙ্গা থানার সভাপতি জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে গত ২৭ শে মার্চ বিকাল ৪টার সময় পতেঙ্গাস্থ চড়ি হালদার মোড়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ফোরামের যুগ্ম-মহাসচিব আকরাম হোসেন। ফোরামের আরও বক্তব্য রাখেন- মো. ফোরকান, মো: মহিউদ্দিন, মো: আনিস খোকন, পলাস চন্দ্র আইচ, সৈকত মজুমদার প্রভু, ফয়সাল খাঁন, মো: আসাদ, জোবায়ের আলম রায়হান, রেজাউল করিম মোস্তফা, পার্থ, ফারিয়া জামান। সভায় ফোরামের কেন্দ্রীয় মহাসচিব মো. কামাল উদ্দিন বলেন- স্বাধীনতাহীনতায় কেউ বাঁচতে পারেনা। তা উপলব্ধি করে মহাকালের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালী জাতিকে সংগঠিত করে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তারই ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে ২৬শে মার্চ হতে ১৬ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানিদের সাথে সম্মুখ যুদ্ধে বাঙালী জাতিরা ছিনিয়ে এনেছেন স্বাধীনতা। সভায় ৭১’র যুদ্ধে ৩০ লক্ষ শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনসহ যুদ্ধে ২ লক্ষ মা-বোন ইজ্জত হারিয়েছিলেনতাদের প্রতি সম্মান জানানো হয়। শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পাশাপাশি জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
স্বাধীনতাহীনতায় কেউ বাঁচতে পারেনা–চট্টগ্রাম নাগরিক ফোরাম
পূর্ববর্তী পোস্ট