সীতাকুণ্ডে করোনা উপসর্গ নিয়ে থানার এক এসআই মারা গেছেন। অপরদিকে থানার ওসিসহ আরও আটজন আক্রান্ত হয়েছেন।
জানা যায়, শনিবার রাতে করোনা উপসর্গ নিয়ে মডেল থানার এস আই মোঃ একরামুল ইসলাম (৪৬) মারা যায়। তার বাড়ী কুমিল্লা জেলার লাকসাম থানায়। অপরদিকে একই থানার ওসি ইন্টেলিজেন্স সুমন বনিক ও থানার গাড়ির ড্রাইভার তৌহিদসহ এলাকার আরও ৬ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়।
মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এসআইয়ের মরদেহ তার নিজের গ্রামে পাঠানোসহ নমুনা সংগ্রহ করা হয়েছে।