আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় দলীয় মনোনয়ন ফরম বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ-৩ আসনের নেতারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এরই ধারাবাহিকতায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বসন্তপুর নদী বন্দর বিষয়ক কমিটির আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন। শেখ এজাজ আহমেদ স্বপন বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। এছাড়াও তিনি বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য এবং ২০০১ ও ২০০২ সালে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক (ভারপ্রাপ্ত) ছিলেন। তিনি ২০০০ সালে বন্যার সময় মাসব্যপী রুটি বানিয়ে বিতরণের কর্মসূচি গ্রহণ করেন। এরপর ২০২০ সালে কোভিড-১৯ এর সময় ৩ মাসব্যাপী বিনামূল্যে প্রতিদিন ১ হাজার পরিবারের মধ্যে নিয়মিত সবজি বিতরণ করেন। অন্যদিকে ২০২০ ঘূর্ণীঝড় আম্ফানের তান্ডবের প্রাকৃতিক ক্ষত চিহ্ন সারিয়ে তুলতে গাছের চারা বিতরণ কর্মসূচী হাতে নেন তিনি, যা এখনও চলমান। চলতি বছর প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় গোপালগঞ্জ, সাতক্ষীরা জেলার ৭৭টি ইউনিয়ন ও ৩টি পৌরসভাসহ দেশব্যাপী লক্ষাধিক গাছের চারা বিতরণ করেন। সম্মিলিত প্রচেষ্টায় সম্প্রতি ১৩ নভেম্বর খুলনা থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর নৌ-বন্দরের কার্যক্রম উদ্বোধন করেন যার উদ্যোক্তা ছিলেন শেখ এজাজ আহমেদ স্বপন। জানতে চাইলে বসন্তপুর নদী বন্দর বিষয়ক কমিটির আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, আমাদের সাতক্ষীরা উর্বর ভূমি। এখানে সোনা ফলে। শুধু মাত্র আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে দক্ষিণের এ জেলাকে এগিয়ে নিতে। এই সম্মিলিত প্রচেষ্টাকে আরও বেগবান করতেই আমি দলের কাছে সাতক্ষীরা ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী।
সাতক্ষীরা ৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন শেখ এজাজ আহমেদ স্বপন
পূর্ববর্তী পোস্ট