
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা সীমান্তে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা বিজিবি (৩৩ ব্যাটালিয়ন) সূত্রে প্রকাশ, রবিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৩) সকাল সাড়ে ১০টা থেকে ঘন্টাব্যাপী সীমান্ত পিলার ১৩/২-এস হতে আনুমানিক ১৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বিজিবি’র ০৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিএসসি, জি, অধিনায়ক, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এবং বিএসএফ এর ০৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী চন্দ্র শেখর, ১১২ ব্যাটালিয়ন বিএসএফ। এ সময় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচার, মাদকদ্রব্য পাচার বন্ধসহ সীমান্তের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।