
নিজস্ব প্রতিবেদকঃ সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমানে আগমন উপলক্ষে সাতক্ষীরায় শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে শহরের বাঙালের মোড় থেকে মিছিলটি বের হয়ে নিউমার্কেট মোড়ে এসে থামে। সাতক্ষীরা শহর ছাত্রদল সদস্য সচিব মো. শাহিন ইসলামের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কুরাইশী, ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, ৮ নং ওয়ার্ড যুবদলের নেতা, আবু সাইদ , সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ, সাতক্ষীরা সদর থানা ছাত্রদলের সদস্য সাইফুল ইসলাম, পৌর ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাদিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আসলাম ইসলাম, আহসানিয়া মিশন মাদ্রাসা ছাত্রদলের হাফেজ আমিনুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আবির হোসেন ও নাঈম ইসলাম, সাতক্ষীরা দিবা নৈশ কলেজ ছাত্রদলের তামিম রশিদ ও ওমর ফারুক, এবং সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের লিখন প্রমূখ।
উল্লেখ্য ঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে বাংলাদেশের পথে রওনা হয়েছেন।আজ ৫ মে সোমবার বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়া তাঁর পুত্রবধু ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমান সিঁথিসহ সফর সঙ্গীদের নিয়ে রয়েল কাতার আমারি ‘এয়ার এ্যাম্বুলেন্স’ যোগে ঢাকার উদ্দেশে রওনা হন। ৬ মে, বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরআগে উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি বাংলাদেশে থেকে রওয়ানা হয়ে ৮ জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছান তিনি। বিশেষায়িত লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে ২৫ জানুয়ারির থেকে তিনি বড় ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন।