
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি জি.এম নুর ইসলামসহ কমিটির সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নেতৃবৃন্দ। রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ১ টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবে এ ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ, কার্যকরী সদস্য সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মো. মহসিন হোসেন বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ আবুল কালাম, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কালিদাস কর্মকার, দৈনিক যুগেরবার্তা পত্রিকার বার্তা সম্পাদক খন্দার আনিছুর রহমান প্রমুখ। এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।