প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরা প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের এক সভা গতকাল সোমবার সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে সাতক্ষীরা প্রেসক্লাব এর “ বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২৩” এর অনুদান সংগ্রহ ও ব্যয়ের খসড়া হিসাব আনন্দ ভ্রমন-২০২৩ পরিচালনা উপ-কমিটির পক্ষ থেকে উপস্থাপন করা হয়।
উক্ত পরিচালনা উপ-কমিটিকে আভ্যন্তরীন অডিট কমিটি হিসাবে ঘোষনা করে আনন্দ ভ্রমন ২০২৩ এর আয়-ব্যয়ের হিসাব অডিট করার জন্য সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ৪৮ ঘন্টার মধ্যে অডিট রিপোর্ট পেশ করতে হবে এবং একই কমিটি আনন্দ ভ্রমন ২০২৩ নিয়ে সার্বিক বিষয় তুলে ধরে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন ৪৮ ঘন্টার মধ্যে পেশ করবেন।
এছাড়াও কার্য নির্বাহী পরিষদের বিগত সভায় সাধারণ সম্পাদকের শূন্য পদে সাধারণ সদস্য মোজাফফর রহমানকে কো-অপট করার বিষয়টি সর্ব সম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়। এছাড়াও সর্ব সম্মতিক্রমে নির্বাহী সদস্যোর একটি শূন্য পদে সাধারণ সদস্য মো: মনিরুজ্জামান তুহিনকে কো-অপট করা হয়। সভায় ফ্রেব্রুয়ারি ও মার্চ-২০২৩ মাসের সাতক্ষীরা প্রেসক্লাবের আয়-ব্যয়ের হিসাব বিবরণী একজন অবসরপ্রাপ্ত অডিটর দিয়ে অডিট করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া সভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ পালন উপলক্ষে আগামী ২৬ মার্চ বিকাল ৪ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হল রুমে আলোচনা সভার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।