
নিজস্ব প্রতিবেদকঃ খুলনা -সাতক্ষীরা মহাসড়কে মির্জাপুর বাজার এলাকায় গরু বোঝাই ইজ্ঞিনভ্যানের এক্সেল ভেঙে আব্দুল সালাম গাজী নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। রবিবার বেলা আড়াইটার দিকে মির্জাপুর বাজারের পেট্রল পাম্পের সামনে থেকে লাশ উদ্ধার করে স্থানীয়রা। নিহত ভ্যান চালক তালা উপজেলার পাঁচরখী গ্রামের মৃত কিছমত উল্লাহের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খর্নিয়া হাইওয়ে পুলিশের উপ -পরিদর্শক শিমুল মন্ডল জানান, বেলা ২-২৩০দিকে ওই ইজ্ঞিনভ্যান চালক গরুবোঝাই ভ্যান নিয়ে নোয়াপাড়া থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মির্জাপূর পেট্রোল পাম্পের সামনে আসলে তার ভ্যানের এক্সেল ভেঙ্গে গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে যায়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
শিমুল আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।