
নিজস্ব প্রতিবেদক ঃ চোরাচালান বিরোধী অভিযানেসাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। রবিবার সকাল থেকে দিনভর জেলার ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে সক্ষম হয়নি বলে জানিয়েছে বিজিবি। রবিবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্যা জানান- সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।
তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরার জাহাঙ্গীর মার্কেট থেকে ৩০হাজার টাকা মূল্যের ভারতীয় জিন্সপ্যান্ট, তলুইগাছা থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কাকডাঙ্গা থেকে ৬৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, মাদরা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও সুলতানপুর থেকে ১লক্ষ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্যে চার লক্ষ চুরাশি হাজার টাকা। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।