
নিজস্ব প্রতিবেদক: আগামী ৪ জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে সাতক্ষীরায় কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা জাসদ কার্যালয়ে উক্ত কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম আব্দুল আলীমের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাসদ সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু। কর্মীসভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রিয় কমিটির সহ সম্পাদক নাঈম মল্লিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী ও জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন।
ছাত্রলীগের রাজনৈতিক বিষয়ে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি রুবেল হোসেন, আশাশুনি উপজেলা সভাপতি মোঃ মফিজুল ইসলাম, কলারোয়া উপজেলা সভাপতি শেখ জজ, সদস্য আক্তারুল ইসলাম, তালা উপজেলা ছাত্রলীগের ইয়াছিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠার সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান তারিক।