
আবু জাফর ও মোকারম বিল্লাহ : দাবীকৃত ৫ লক্ষ টাকা চাঁদা না পেয়ে সাতক্ষীরার সদর উপজেলার ধুলিহরে অবসর প্রাপ্ত সেনা কর্মকতা সহ ব্যবসায়ীদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। হামলাকারীরা জি আই পাইপ পিটিয়ে ফিড ব্যবসায়ী ্ও সেনা বাহিনীর অব: সাবে ্ওয়ারেন্ট অফিসার আব্দুল হান্নান, এ্যগ্রোফার্মের মালিক হাসান হাদী ও সুমনসহ ৫ জন কে গুরুতর জখম করেছে। আহতদের মধ্যে তিনজন বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার বিকাল ৪ টায় ধুলিহর ঐলাকায় এ হামলার ঘটনা ঘটে। এদিকে হামলার পর সদর থানা পুলিশ ও সেনা ক্যাম্প থেকে সেনা সদস্যরা সদর হাসপাতালে ভর্তি আহতের খোঁজ খবর নেন বলে জানা গেছে । হামলাকারীরা হলো, আল আমিন সরদার, আব্দুল আলিম, আমিরুল ও হোসেন সহ অজ্ঞাতনামা ১০/১২ জন।
আহত সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, সপÍাহ খানেক আগে তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আল আমিন সরদার, আব্দুল আলিম, আমিরুল ও হোসেন ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে । এরপর তারা কয়েকদিন ধরে মুঠো ফোনে তারা বার বার চাঁদা চেয়ে আসছিল । দাবী মত টাকা না দেওয়ায় আজ শনিবার বিকাল ৪ টার দিকে তার ব্যাবসা প্রতিষ্ঠানে এসে আল আমিন সরদার, আব্দুল আলিম, আমিরুল ও হোসেনসহ ১০/১২ জন সন্ত্রাসীরা হামলা চালায় । এতে তিনি সহ তার ভাই হাসান হাদী ভাইপো সুমন সহ ৫ জন আহত হন । পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে । পরে খবর পেয়ে পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে পুলিশ আসার খবর পেয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে সন্ত্রাসীরা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামিনুল হক জানান, ঘটনাস্থল পুলিশ গিয়ে পরিদর্শন করেছে । এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে ।