নিজস্ব প্রতিবেদক: সবারই নির্বাচনে অংশ নেওয়ার অধিকার আছে। আমরা কাউকে বাধা দেবো না। আপনাদের সহনশীল হতে হবে এবং সবাইকে ভোটকেন্দ্রে আসতে উৎসাহ দিতে হবে। অংশগ্রহণম‚লক নির্বাচন মানে অন্যের ভোট দেওয়ার পরিবেশ রক্ষা করা। বিশৃঙ্খলা এবং হট্টগোল সম্প‚র্ণরূপে পরিহার করতে হবে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারলেই নির্বাচন গ্রহণযোগ্য হয়।
সোমবার বিকাল ৩টায় জুরাইন বিক্রমপুর প্লাজার সামনে আওয়ামী লীগের প্রার্থী ঢাকা-৪ আসনে সানজিদা খানমের পক্ষে ও বিকাল ৫টায় আব্দুল মান্নান হাই স্কুল মাঠ কোনাপাড়া, ডেমরায় ঢাকা-৫ আসনে হারুনর রশিদ মুন্নার পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। এ সময় তিনি বলেন, নেতাকর্মীদের উদ্দেশে দুটি কথা বলতে চাই। আমাদের দরকার একটা অংশগ্রহণম‚লক এবং গ্রহণযোগ্য নির্বাচন। এই দুটি বিষয় একে অপরের পরিপ‚রক। যুবলীগ চেয়ারম্যান বলেন, কোনও বিশেষ দল নির্বাচনে এলো বা না এলো তাতে আমাদের কিছু আসে যায় না, আমাদের বিবেচনার বিষয়ও না। কিন্তু আপনাদেরই নির্ধারণ করতে হবে এবং নিশ্চিত করতে হবে অংশগ্রহণম‚লক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা কী কী করতে পারি।
সবারই নির্বাচনে অংশ নেওয়ার অধিকার আছে, আমরা কাউকে বাধা দেবো না
পূর্ববর্তী পোস্ট