
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ডক্টর অ্যাসোসিয়শন অফ বাংলাদেশ “ড্যাব” এর সিনিয়র সহ-সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডা. মো. শহিদুল আলম বলেছেন, দেশের ১৮ কোটি মানুষের আশা আকাঙ্খা নষ্ট করা যাবে না। বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচন চায়। গত ১৭ বছর মানুষ তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারিনি।
গতকাল ২২ রমজানে সাতক্ষীরার নলতা ইউনিয়ন বিএনপি আয়োাজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডা. মো. শহিদুল আলম এসব কথা বলেন।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নলতা কলেজ মাঠে স্থানীয় বিএনপি দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. শহিদুল আলম আরও বলেন, দেশের মানুষ চায় তাদের ভোটার অধিকার ফেরত পেতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকলকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে এই ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে। বেগম খালেদা জিয়ার নির্দেশ ও আমাদের নেতা তারেক জিয়ার নেতৃত্বে সংগ্রাম চালিয়ে এসেছি উল্লেখ করে বিএনপি নেতা ডা. শহিদুল আলম বলেন, বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হাজার হাজার নেতাকর্মী আহত ও নিহত হওয়ার মধ্য দিয়ে আমরা দেশে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এখন সেটি নিয়েও ষড়যন্ত্র করা হচ্ছে।বিএনপি নেতা ডা. শহিদুল আলম দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, কেউ আমাদের এই অর্জন কে নষ্ট করতে না পারে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, আপনারা জানেন বাংলাদেশের সার্বভৌমত্ব একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতে নিরাপদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
নলতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মনিরুজ্জামান মনি বলেন, আপনারা জানেন দীর্ঘ ১৭ বছর রক্তাক্ত পথ পাড়ি দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, বিএন পি সহ সমমোনা দল গুলোর লক্ষ ছিল একটাই সেটা হলো ভোটার অধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করা। ৫ই আগষ্টের পর ৮ মাস অতিবাহিত হলেও সেই কাঙ্খিত নির্বাচনের ব্যাপারে আমরা কোন নির্দিষ্ট ধারনা পাইনি।
কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস ছাত্তার বলেন, বিগত সরকারের আমলে আমি ৫ বছর কারাদ- ভোগ করেছি। আমাকে ডা-াবেড়ি পরিয়ে রাখা হতো। আমি আমার বাবা, মা, ভাই,বোন শাশুড়ী, সহ পরিবারের অনেক সদস্যদের জানাজা নামাজ পড়তে পারিনি। আমরা আমাদের নেতা ডা. শহিদুল আলম কে সাতক্ষীরা তিন আসনে সংসদ নির্বাচনে বিজয়ী করে ঘরে ফিরবো ইনশাল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস এম হাফিজুর রহমান বাবু, কালিগঞ্জ উপজেলা বিএনপি সাবে যুগ্ন আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী কালিগঞ্জ উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নূরুজ্জামান,বিষ্ণুপর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ,দেবহাটা উপজেলা বিএনপি সাবেক সভাপতি সিরাজুল ইসলাম,নলতা ইউনিয়ন বি এনপির সভাপতি নজরুল মোড়ল ,নলতা ইউনিয়ন বি এনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল ইসলাম ,সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক ওলিউর রহমান,সাবেক যুগ্ন সম্পাদক আব্দুল গফুর, সাবেক সাংগঠনিক সম্পাদক কেসমোতুল বারী,কুশলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম ,কালিগজ্ঞ উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, কালিগজ্ঞ উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু ফরহাদ সাদ্দাম ,সদ্য সচিব শেখ পারভেজ ইসলাম ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস. এম সেলিম আহমেদ সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, নলতা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শামছুর রহমান, শেখ ইউনূস, জিয়ারুল ইসলাম শরিফুল ইসলাম আমিরুল ইসলাম আব্দুল বারী,নলতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ আফজাল হোসেন সাধারন সম্পাদক সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমন হোসেন প্রমূখ। অনুষ্ঠানে কালিগঞ্জ ও দেবহাটা উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাকির হোসেন।