
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার শ্রীউলায় ৮ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্টে নাকতাড়া যুব সংঘ ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শনিবার (২ অক্টোবর) বিকালে বুড়াখারাটি বালির মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
বুড়াখারাটি ইয়াং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও খেলা উপভোগ করেন, শ্রীউলা ইউপি’র প্যানেল চেয়ারম্যান আকতার হোসেন। খেলায় বকচর রেডিয়েন্স এন্ড ফ্রেন্ডশীপ ক্লাব ও নাকতাড়া যুব সংঘ মুখোমুখি হয়। নাকতাড়া যুব সংঘ ১-০ গোলের ব্যবধানে বকচর রেডিয়েন্স এন্ড ফ্রেন্ডসশীপ ক্লাবেকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিক্ষক ও চেয়ারম্যান আবু হেনা সাকিল পতœী শাহনাজ নাজনীন ঝর্ণা, ইউপি সদস্য ইয়াছিন আলি, খাজরা ইউপি সদস্য সাইফুল ইসলাম বাচ্চু, সাবেক ইউপি সদস্য স্বপন মন্ডল, বকচর রেডিয়েন্স এন্ড ফ্রেন্ডশিপ ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সম্পাদক আলম হোসেন, বাজার বণিক সমতির সম্পাদক জুলফিকার আলি বাদল প্রমুখ। খেলায় রেফারী দায়িত্ব পালন করেন শিক্ষক মোস্তাফিজুর রহমান মোল্যা।