
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার শ্রীউলায় মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১ টায় বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক অজিয়ার রহমান সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। সহকারি শিক্ষক আবু হাসানের পরিচালনায় আনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আরশাদ আলি মোড়ল, ইউপি সচিব খায়রুল ইসলাম, ইউপি সদস্য জালাল উদ্দীন, ইয়াছিন আলি, মহিলা মেম্বার তহমিনা জোয়াদ্দার, মুক্তিযোদ্ধা আঃ হামিদ, গাজিপুর প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকমান মোড়ল, সাবেক বিদ্যোৎসাহী সদস্য কালামুজ্জামান, সাবেক অভিভাবক সদস্য মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য ইদ্রিস গাজী, আ’লীগ নেতা আবু সাঈদ সরদার, ম্যানিজিং কমিটির সাবেক সদস্য আবু মুসা প্রমুখ।