
সিরাজুল ইসলাম, শ্যামনগর থেকে:
সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান ভারতীয় ঔষধসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালীর সদস্যরা শ্যমনগর উপজেলার কৈখালী জয়খালী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনায় ৭ হাজার ৯৫৯ পিস বিভিন্ন প্রকারের ভারতীয় ঔষধসহ দুই জনকে আটক করা হয়। আটককৃত ঔষধ এর দাম আনুমানিক ৩ লক্ষ ৭০ হাজার টাকা।
আটককৃতরা হলেন উপজেলার শ্যামনগর সদর ইউনিয়নের চিংড়ীখালী গ্রামের নূর মোহাম্মদ গাজীর ছেলে মোঃ আজমির হোসেন(২৮) ও কৈখালী ইউনিয়নের পরানপুর গ্রামের মোঃ দাউদ শেখের ছেলে সাকিব (১৪)। আটককৃত ঔষধ ও আটককৃত ব্যক্তিদের যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত ওসি তদন্ত মোঃ শহিদুল ইসলাম জানান, আসামীদেরকে ২৪ শে জানুয়ারি সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।