
জিয়াউর রহমান শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে স্ইুডিশ দূতাবাস এর অর্থায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) বাস্তবায়নে বায়োডাইভার্সিটি ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস (বিফোরআরএল) প্রকল্পের মাধ্যমে উপজেলায় রমজাননগরের অন্তাখালী খাল পুনঃখনন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন প্রায় ৩ কি:মি: অন্তাখালী খাল পুনঃখনন শুভ উদ্বোধন করেন। রমজাননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ (লাল্টু) এর সভাপতিত্বে ও সিএনআরএস ফিল্ড ফ্যাসিলিটেটর আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে প্রদান করেন সিএনআরএস এর ফিল্ড ম্যানেজার স্বরণ কুমার চৌহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, এনজিও সমন্বয়কারী-সিডিও এর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, ইউপি সদস্য ফারুক হোসেন সহ ইউপি সদসবৃন্দ প্রমূখ।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন উপকূলীয় লবণাক্ত এলাকায় এ ধরনের কার্যক্রম বাস্তবায়নের জন্য সিএনআরএস ও সুইডিশ দূতাবাস এর ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, খালটি সিডিউল অনুযায়ী পূন:খনন হলে জনস্বার্থে মিষ্টি পানির আধার হিসেবে ধান, মাছ ও সবজি চাষে ব্যাপক উপকার হবে, আমিষের চাহিদা অনেকাংশে পূরণ হবে, জলাবদ্ধতা নিরষণ হবে। শুভেচ্ছা বক্তব্যে স্বরন কুমার চৌহান বলেন,উপকূলীয় অঞ্চলে খাল পুন:খনন এর মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ, এলাকার জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, এক ফসলি জমি থেকে দুই বা ততোধিক ফসলে রুপান্তর, ফসলের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা সমস্যা নিরসনের পাশাপাশি এলাকার মানুষের বিশেষ করে কৃষক ও মৎসজীবিদের জীবিকায়নে ইতিবাচক পরিবর্তন হবে। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিএনআরএস এর ডকুমেন্টেশন – রিপোর্টিং অফিসারমেহজাবিন মৌ, প্রজেক্ট অফিসার নাজিম আহমেদ, সংস্থার ফিল্ড ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, সুমন হোসেন, রোজিনা খাতুন, মায়ারাণী, বিরেন্দ্র সূত্রধর।