আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক পাওয়ায় শেখ নাছেরুল হককে জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে…(তথ্য বিবরণী)। শুক্রবার বিকালে সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি ও নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শেখ নাছেরুল হকের নিজস্ব বাসভবনে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা মাহমুদ আলী সুমন, সহ-সভাপতি জি এম মিজানুর রহমান, সদস্য মুশফিকুর রহমান মিল্টন, তুহিনুজ্জামান তুহিন, কাজল, বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।