আহাদুর রহমান:
সাতক্ষীরা সদর উপজেলায় বিনেরপোতায় অবস্থিত ঋশিল্পী ইন্টারন্যাশনাল লকডাউন করা হয়েছে। আজ শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশ এ লকডাউন করে।
নমুনা প্রেরণ বিবেচনায় সাতক্ষীরা জেলার প্রথম কোভিড-১৯ আক্রান্ত ব্যাক্তি সাতক্ষীরা সদরের বিনেরপোতায় ঋশিল্পী ইন্টারন্যাশনাল হ্যান্ডিক্যাফটের এ প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন । চাকরির সুবাদে এবং অন্যান্য ভাবে বেশ কয়েকজন ব্যক্তি তার সংস্পর্শে আসেন বলে অনুসন্ধানে জানতে পারে পুলিশ। করোনা ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে এবং এলাকাবাসীর স্বার্থে ঋশিল্পী ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানটি এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের বাসা লকডাউন করা হয়েছে। লকডাউন করার সময় আক্রান্ত ব্যক্তি সম্ভাব্য যাদের দ্বারা সংক্রমিত হয়ে থাকতে পারেন, সে বিষয়টিও বিবেচনায় নেয়া হয়। এভাবে, গোপীনাথপুর, রাজনগর ও উত্তর কাঠিয়ার মোট সাতটি বাসা এবং প্রতিষ্ঠান লকডাউন করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে এলাকাবাসী কে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, নিজ বাসায় অবস্থান করা এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।
এদিকে, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজীব সরদার বলেন, ওই যুবকের বাড়িসহ আশপাশের দশটি ঘরবাড়ি লকডাউন করা হয়েছে। ওই যুবককে বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে। তাকে হাসপাতালে নেওয়ার মত অবস্থার সৃষ্টি হয়নি। তার পরিবার আশপাশের লোকজনের নমুনা সংগ্রহ করেও পরীক্ষা করা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ থেকে তার শরীরে করোনা আক্রান্তের খবর দেওয়া হয়। এরপর স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন রাতেই ওইবাড়িসহ আশপাশের দশটি বাড়ি লকডাউন ঘোষনা করেন। তারপর আজ সকালে ঋশিল্পী সহ আরও সাতটি বাড়ি লকডাউন করা হয়।