
শ্যামনগরের রমজাননগর ইউনিয়নে সবুজ সংহতির কমিটি গঠন ৷ ২৭ মে কাল ৬ উপজলায় সবুজ সংহতি ও বারসিকের প্রশাসনিক ব্যবস্থায় রমজাননগর ইউনিয়নের কৃষক রফিকুল ইসলামের কৃষি প্রতিবেশ শিখন কেন্দ্রে সক্রিয় সবুজ সংহতি উপজেলা, এএলসি, শতবাস, স্থানীয় সরকার, কৃষক, প্রতিপক্ষ ও বারসিক নেতারা অংশগ্রহণ করেন। সাভার শুরুর কর্মরত মারুফ হোসেন মিলনের সঞ্চালনায়, সাংবাদিক, কৃষক, বিভিন্ন সংগঠনের সভাপতিদের সমন্বয়ে সবুজ সংহতির কমিটি সৃষ্টি করা হয় ৷ রমজাননগর ইউনিয়নের ১৩ সদস্যের একটি কার্য়কারী কমিটি গঠন করা হয় ৷ আহবায়ক সাংবাদিক আশিকুজ্জামান লিমন, কৃষক রফিকুল ইসলামের সভাপতিত্বে আলো ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক আশিকুজ্জামান লিমন, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, কার্যকারী সদস্য কেরামত গাজী, ভবানী রানী, আব্দুস সামাদ ৷ এ সময়ে সবুজ সংহতির বিভিন্ন রকমের কর্ম পরিকল্পনা সহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয় ৷