
আতিয়ার রহমান, মণিরামপুর থেকে: “ক্রিস গেইল” অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। বিশ্ব ক্রিকেটের মহামানব ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের নামে নামকরন করা হয়েছে এই ষাঁড়টির। মাঠে চার ছয় না মারলেও এবার কোরবানীর ঈদে মণিরামপুরে হাটে চার ছয় ঠিকই হাকাবেন এই ষাঁড়টি। ষাঁড়টির দাম হাকানো হচ্ছে ৫ লক্ষ টাকা। ইতি মধ্যে ষাঁড়টি দেখতে প্রতিদিন বাড়িতে ভিড় করছেন অনেকেই। পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে শরিফুল ইসলাম তার আদরের ষাঁড়টির নাম রেখেছেন “ক্রিস গেইল”। যশোরের মণিরামপুর উপজেলার পৌরশহরের দুর্গাপুর গ্রামের রহিম বক্স গাজীর ছেলে বিশিষ্ট কাঁচামাল ব্যবসায়ী মেসার্স দুর্গাপুর সবজি ভান্ডারের প্রোফাইটার শরিফুল ইসলাম (শরিফ) নিজের সন্তানের মতো করে প্রায় দুই-তিন বছর ধরে আদর যত্ন করে গড়ে তুলেছেন পাকিস্তানি শাহিওয়াল জাতের এই ষাড়টিকে। সরোজমিনে গিয়ে জানা যায়, ষাড়টির উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি লম্বা সাড়ে ৮ ফুট, গায়ের রং টকটকে লাল। এর ওজন ৮০০ কেজি। প্রতিদিন ষাড়টির খাদ্য তালিকায় রয়েছে ৬ কেজি গমের ভূষি,২ কেজি ভুট্টার ভূষি, ২ কেজি ছোলার ভূষি, ১ কেজি সরিষার খৈল,চাউলের কুড়া,চিটাগুড়, প্রায় ৪০-৫০ কেজি নেপিয়ার কাঁচা ঘাস, মিষ্টি কুমড়া,আলু,লাউ,বিভিন্ন সবজি ও খড় । ষাঁড়টিকে প্রতিদিন সকালে এবং বিকেলে ২ বার শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়।
ষাঁড়ের মালিক শরিফুল ইসলাম বলেন, নিজের সন্তানের মতো করে আমি প্রায় দুই-তিন বছর ধরে এই ষাড়টিকে আদর যত্ন করে গড়ে তুলেছি। ষাড়ঁটির পেছনে আমি অনেক সময় এবং শ্রম দিয়েছি। করোনা মহামারীর জন্য আমার ষাঁড়টি নিজ বাসা থেকে বিক্রয় করতে চাই। এজন্য যারা আমার ষাঁড়টি ক্রয় করতে ইচ্ছুক তারা এই মোবাইল নাম্বারে ০১৯২৬৯৪৮৪৩৭ যোগাযোগ করবেন।