আতিয়ার রহমান,মণিরামপুর (যশোর) থেকে: যশোরের মণিরামপুরের পৃথক দুই স্থানে ৯ ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের মাছ বাজারে এবং শুক্রবার রাতে উপজেলার মুজগুন্নী নতুন বাজার মুনছুর মোড়ে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের মাছ বাজারের পাশে মাছ ব্যবসায়ী আহম্মাদ আলী মাছের ক্যারেট গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ওই বাজারে অন্যান্য ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়েন। গোডাউন মালিক আহম্মাদ আলী জানান, অগ্নিকান্ডে ভম্মীভুত হয়ে তার মাছের কেডেটসহ প্রায় সাড়ে ৫ লক্ষধিক টাকার ক্ষতি হয়েছে।
অপরেিদক শুক্রবার রাত ১টার দিকে উপজেলার মুজগুন্নী গ্রামের মুনছুর মোড় নামক নতুন বাজারে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মালিকরা হল-ফিরোজ ও কবির হোসেনের চায়ের দোকান, হাফেজ আসাদের মুদি দোকান, আসাদের কম্পিউটারের দোকান, পল্লী ডাক্তার বাবুল আক্তারের দোকান, শরিতুল্লাহ’র খাবারের হোটেল, বশির উদ্দিনের কাঁচা তরকারীর দোকান ও মশিয়ারের সাইকের গ্যারেজে। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ আওয়ামী লীগ নেতা প্রকৌশলী আলমগীর হোসেনসহ সর্বস্তরের মানুষ ছুটে যান। এর আগের দিন পৌর শহরের তাহেরপুরে ভুট্টো সাইকেল গ্যারেজ ও সার্ভিস সেন্টারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
তবে এ ব্যাপারে বাজার কমিটির সভাপতি ডাক্তার নাজিম উদ্দিন জানান, অগ্নিকান্ডে ভম্মীভুত হয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কি কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, তা এখন পরিস্কার হওয়া যায়নি।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আজিম উদ্দিন জানান, পৃথক অগ্নিকান্ডের ঘটনা বিদ্যুতের শর্টসার্কিট থেকে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এতে প্রায় সাড়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।