
আকরামুল ইসলাম: ভারত ফেরৎ সাতক্ষীরার এক যুবকের যশোরে করোনা সনাক্ত হয়েছে। যুবকের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়। সাতক্ষীরার সিভিল সার্জন ঘটনাটি নিশ্চিত করেছেন।
শ্যামনগর উপজেলার ঐ যুবক সম্প্রতি যশোর বেনাপোল স্থল বন্দর দিয়ে দেশে প্রবেশ করেন। বেনাপোল ইমিগ্রেশনে স্বাস্থ্য পরীক্ষায় শরীরে তাপমাত্রা বেশী থাকায় তাকে কোয়ারেন্টাইনে নেয় যশোর স্বাস্থ্য বিভাগ। নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। শনিবার বিকেলে পাওয়া রিপোর্টে তার শরীরে করোনা পজেটিভ।
যশোর সিভিল সার্জন ডা.শেখ আবু শাহিন জানান, সাতক্ষীরার ওই যুবক বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশকালে স্বাস্থ্যকর্মীরা তার শরীরে তাপমাত্রা বেশী পায়। এরপর তাকে কোয়ারেন্টাইন করে নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসে। ওই যুবককে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। যথাযথ পদ্ধতি মেনে তাকে ছাড়পত্র দেয়া হবে।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা.মো.হুসাইন সাফায়াত বলেন, যশোর জেলা সিভিল সার্জন ঘটনাটি জানিয়েছেন। যেহেতু সাতক্ষীরায় এখনো করোনা পজেটিভ রোগী অফিশিয়ালি শনাক্ত হয়নি সেজন্য তাকে যশোর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে চিকিৎসাসেবা প্রদানের অনুরোধ জানানো হয়। এতে তিনি সম্মতি প্রকাশ করে ওই যুবককে যশোর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করেন।