
নিজস্ব প্রতিবেদক : আশাশুনির প্রতারক চক্রের দু’জনকে ভারতীয় মুদ্রাসহ আটক করেছে,জেলা গোয়েন্দা পুলিশ। এ-ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা যায়, কুল্যা ইউনিয়নের দাঁদপুর বিশ্বাস বাড়ী নামক জায়গা থেকে সাদা পোশাকের দু’জন আইন শৃঙ্খলা কারী বাহিনীর সদস্য,রাশিদুল ও রুহুল-আমীনকে ভারতীয় রুপীসহ আটক করে। এসময় তাদের কাছ থেকে ২০টি এক শত টাকা ভারতীয় রুপী উদ্ধার হয়।
আটক কৃত দুই জনসহ একটা প্রতারক চক্রকে,মাইজদিয়া নামক জায়গায়,জনৈক মোস্তাক নামের এক ব্যাক্তিকে অল্প-দামে ভারতীয় লক্ষ লক্ষ রুপী দেওয়ার জন্য প্রতারণার ফাঁদ আঁটছিল,এসময় পুলিশ যেয়ে তাদের আটক করে নিয়ে আসে। আটক কৃত দু’জন হল,কুল্যা ইউনিয়নের মহাজনপুর গ্রামের রেজাউলের পুত্র রাশিদুল এবং চাম্পাফুল গ্রামের রশিদ মস্তফার পুত্র রুহুল আমিন । এদিকে সোমবার গভীর রাতে,রাশিদুল ও রুহুল আমিনসহ অজ্ঞাত নামা আরো তিন জনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে ।