নির্দিধায় ঈগলে ভোট দিবেন- শাহেদুজ্জামান
জোট মহাজোট নিয়ে অনেক অপপ্রচার আপনারা তাতে কান দিবেননা- নিশু
নিজস্ব প্রতিবেদক: আপনারা আমাকে যে ভালবাসেন সেই ভালবাসাকে ষড়যন্ত্রের মধ্যদিয়ে ক্ষত-বিক্ষত করতে চায় সাতক্ষীরার গুটিকতক মানুষ। তারা সাতক্ষীরাকে নষ্ট করতে চায়, নোংরা করতে চায়, আবার সন্ত্রাসের আখড়া করতে চায়। আমি সন্ত্রাস বন্ধ করেছি চাঁদাবাজি বন্ধ করেছি জমি দখল দারিত্ব বন্ধ করেছি। যারা এগুলো করতো তারা আমার বিরুদ্ধে হিংসা করে। আজ অনেকেই ভদ্রতার জামাকাপড় পড়ে চরম অভদ্রতার পরিচয় দিয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকের নির্বাচনী জনসভায় কথা গুলো বলেছেন সাতক্ষীরা সদর ২ আসনে স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি। সাতক্ষীরার প্রাণ কেন্দ্র শহীদ আব্দুর রাজ্জাক পার্কে নির্বাচনী প্রচারণার শেষ দিনে বিকাল তিনটায় আয়োজিত এ জনসভা জনসমুদ্রে পরিনত হয়।
আরও পড়ুন:
দুই নেতার সাথে আছে জামায়ত কানেকশান- কাজী আক্তার হোসেন
যেখানে নৌকা নাই সেখানে নৌকার স্বতন্ত্রের পক্ষে কাজ করতে হবে- নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সদস্য ওয়াহিদুল ইসলাম খান সজিব
ঈগল প্রতীকের নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান, নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মহিনূর রহমান মঈন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষক কমিটির সদস্য ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি এস এম সাহেদুজ্জামান, কেন্দ্রীয় ছাত্রলীগের অটিজম বিষয়ক উপ-সম্পাদক শেখ সুমাইয়া আফরোজ নিশু, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎন্সা আরা ও সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের আহবায়ক ছাইফুল করিম সাবু প্রমুখ।
ঈগল প্রতীকের জনসভায় এমপি রবি আরও বলেন, আপনারা যারা আমার নির্বাচনী জনসভায় কষ্ট করে এসেছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা ও কৃতজ্ঞতা। আপনাদের ধন্যবাদ যে আপনারা কষ্ট করেছেন। আপনাদের আরও কষ্ট করতে হবে ৭ জানুয়ারি। আপনারা ভোট দিতে যাবেন। সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ওই কেন্দ্রে ভোট গ্রহণ শেষে ওই কেন্দ্রে ভোট গণনা হবে। আপনারা সজাগ থাকবেন। কেউ যদি মিথ্যা কথা বলে, বাধা দেয়, অবৈধ দেয়ার চেষ্টা করে সাথে সাথে জানাবেন ভোট গ্রহণ বন্ধ থাকবে। আপনারা মনে করবেন আপনারাও এক একজন প্রার্থী। আপনারা ভোট গণণা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে থাকবেন। যেন কোন সন্ত্রাসী চক্র সন্ত্রাসী কর্মকান্ড করতে না পারে।
আপনারা ভালো জানেন, কিভাবে এই সাতক্ষীরার উন্নয়ন করা হয়েছে। এই সদরের উন্নয়নের জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে সরকার থেকে। আমি একটি সুন্দর নান্দনিক সাতক্ষীরা গড়তে চায়। আমার অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করতে আপনাদের সহযোগিতা ঈগল প্রতীকে ভোট চায়। আমার বিজয় অর্জন জননেত্রী শেখ হাসিনা ও আপনাদের প্রতি উৎসর্গ করবো ইনশাল্লাহ। আমি আপনাদের মূল্যবাণ ভোটে এমপি নির্বাচিত হয়ে আপনাদের ঋণ শোধ করবো ইনশাল্লাহ। সাতক্ষীরা-২আসনে ঈগল প্রতীকের বিজয়ের মালা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেবো। জননেত্রী শেখ হাসিনা ৫ম বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন এবং বাংলাদেশ হবে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ।”
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাতক্ষীরা নির্বাচন সমন্বয় কমিটির আহবায়ক এস এম শাহেদুজ্জামান সভায় বলেন, আমাদের মনে অনেক প্রশ্ন, ‘আমরা সাতক্ষীরা ২ আসনে নৌকা প্রতীক পাই নাই। আমরা বলেছি তোমরা ভোটারদে আকৃষ্ট কর। আওয়ামী লীগের যে কোন প্রার্থীর পক্ষে কাজ করো। জেলা ছাত্রলীগের পক্ষ থেকে কেন্দ্রের যে নির্দেশনার কথা বলা হয়েছে আমরা কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে তেমন কোন নির্দেশনা দেই নাই। আমি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। আমার সভাপতি সাধারণ সম্পাদকদের কাছ থেকেও তেমন কোন নির্দেশনা পাই নাই। আপনারা নির্দিধায় ঈগলে ভোট দিবেন।’
কেন্দ্রীয় ছাত্রলীগের নেত্রী ও সাতক্ষীরা ২ আসনের সমন্বয়ক সুমাইয়া আফরোজ নিশু বলেন, আমাদের নৌকা প্রতীক এ আসনে নেই কিন্তু নৌকার লোক আছে। তাই আমরা কোথাও ভোট দিবোনা। প্রধানমন্ত্রী নির্দেশে আমি আপনাদের কাছে এসেছি তার নির্দেশনা পৌছে দেয়ার জন্য। সাতক্ষীরায় জোট মহাজোট নিয়ে অনেক অপপ্রচার আপনারা তাতে কান দিবেনা। তাদের সাথে কোন জোটের ভোট হবে না।
ঈগল প্রতীকের নির্বাচনী জনসভায় আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিয়ুর আক্তার ময়ুর ডাক্তার জনসভায় প্রশ্ন করে বলেন, ‘মহাজোট কি শুধু সাতক্ষীরায়। গুটিকয় মানুষ মহাজোট সাতক্ষীরায় বানাইছে। আমি ওবায়দুল কাদের স্যারের কাছে ফোন করেছিলাম। আমি প্রশ্ন করে বলেছিলাম আমাদের সাতক্ষীরায় লাঙ্গলের প্রার্থী মহাজোট দাবি করছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী আছেন আওয়ামী লীগের। আমরা কি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে পারবো? তিনি উত্তরে বলেন, ‘আপনারা রেডিও, টেলিভিশন-খবরের কাগজ দেখেন না। আমিতো পরিষ্কার বলে দিয়েছি কোন কর্মী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করলে তার কোন সমস্য হবে না।’ ময়ুর ডাক্তার আরও বলেন, ‘আমাদের নেতারা বলে বেড়াচ্ছেন স্বতন্ত্রের পক্ষে কাজ করলে তোমাদের পদ রাখবো না। আমাদের পদ না থাকলেও আমরা চেষ্টা করে যাবো যেন ঈগলের বিজয় করতে পারি। আপনারা যদি আওয়ামী লীগকে ভালোবাসেন কেউ লাঙ্গলে ভোট দিবেন না।’
ঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান মোশা সভায় বলেন, ‘দল শেখ হাসিনার, আপনাদের বাবার নয়। আপনারা জামায়াত বিএনপির স্বার্থ নিয়ে কাজ করার চেষ্টা করছেন। শেখ হাসিনার দল আওয়ামী লীগ, আমরা আওয়ামী লীগ করি, আপনাদের বাবার দল করিনা।’
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ ফজলুর রহমান, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান ময়ুর ডাক্তার, আগরদাঁড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি, সাবেক পৌর কাউন্সিলর আসাদ আহমেদ অঞ্জু প্রমুখ। সাতক্ষীরা-২আসনে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির ঈগল প্রতীককে বিজয়ী করতে বিশাল নির্বাচনী জনসভাস্থল শহিদ আব্দুর রাজ্জাক পার্ক লক্ষ লক্ষ ভোটারদের উপস্থিতিতে গণজোয়ারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয়। শহিদ আব্দুর রাজ্জাক লেকে লোকারণ্য হয়ে গেলে জনসভায় আসা ভোটাররা পার্কের আশ-পাশের সড়কে দাঁড়িয়ে জনসভা উপভোগ করে। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, সমর্থক, সদরের ১৪টি ইউনিয়নের নেতাকর্মী, পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মী ও হাজার হাজার ভোটাররা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন।