
সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি থেকে: আশাশুনি উপজেলার বড়দলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জগদীশ সানার পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ইউনিয়নের বাইনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
ভোদার চন্দ্র মিস্ত্রীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সাবেক প্রচার সম্পাদক বড়দল ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী জগদীশ সানা। সম্মনিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। যুবলীগ নেতা এম এম সাহেব আলির সঞ্চালনায় সভায় শিক্ষক অমলেন্দু নাথ মন্ডল, খুলনা মহানগর স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ, ইউনিয়ন কৃষকলীগ মহিলা বিষয়ক সম্পাদক হাফিজা খাতুন তমা, ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক নিরুজ্জামান ডালিম, চিত্তরঞ্জন সরকার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু রায়হান সুনম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ ইউনিয়নের উন্নয়নে জগদীশ সানাকে সমর্থন প্রদান ও নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে বিজয় লাভ করতে পারে সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন।