
এস,এম মুকুল : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নে পএক প্রবাসীর পক্ষ থেকে মধ্যবিত্ত ও হতদরিদ্র মানুষের মাঝে ত্যপন্য বিতরণ করা হয়েছে।
বর্তমানে প্রাণঘাতী করোনা ভাইরাসের করাল গ্রাসে সারা বিশ্ব নাজেহাল । বাংলাদেশ ও এর ব্যতিক্রম নয়। এমতাবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত “মানবিক সহায়তা কর্মসূচি “বাস্তবায়নের অংশ হিসেবে আমেরিকা প্রবাসী মিজানুর রহমানের অর্থায়নে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের রামচন্দ্রপুর, দহাকুলা,ব্রহ্মরাজপুর, কালেরডাঙ্গা ও মেল্লেকপাড়ার মধ্যবিত্ত ও হতদরিদ্র ১৫০ টি পরিবারের মাঝে নিত্যপন্য বিতরণ করা হয়েছ্।
১০মে (রবিবার) স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে চাউল, আলু, সিমাই ও সুকনা খাবার বিতরণ করা হয়। করোনা ভাইরাসের কারণে বিদ্যমান এই সংকটের সময়ে মধ্যবিত্ত ও হতদরিদ্র মানুষেরা নিত্যপন্য পেয়ে সন্তোষ প্রকাশ করেন।