
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনির বুধহাটা বি.বি.এম কলেজিয়েট স্কুলের জনপ্রিয় সিনিয়র শিক্ষক বাবু তাপস কুমার বসাকের এর অবসর জনিত এক বিদায়ী অনুষ্ঠান ৩ অক্টোবর বিদ্যালয় মিলনায়তনে এস.এস.সি ব্যাচ-০৫ পক্ষে এক আবেগ ঘন পরিবেশে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপস্থিত অতিথি, ও প্রাক্তন শিক্ষার্থীগণ অশ্রুসিক্ত নয়নে বিদায়ী শিক্ষকের সংবর্ধনা প্রদানকালে কান্নায় ভেঙ্গে পড়েন। শিক্ষকের প্রতি এই ধরনের বিরল সংবর্ধনা সহসা চোখে পড়ে না। শিক্ষার্থীদের এ ধরনের অশ্রুসজল ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠানটি উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এস.এস.সি -০৫ ব্যাচের উপস্থিত ছিলেন অমিত সরদার,পল্লব দত্ত,হরষিত দে,মুকুন্দ সরদার,শিরিনা খাতুন,শেখ ডেইজি,শুভঙ্কর দত্ত,পলাশ পাল,মোসাদ্দেক রনি,তাহমিদ,ইমরোজ,ফারজানা আক্তর সহ বিদায়ী শিক্ষক বাবু তাপস কুমার বসাক প্রমুখ।
আয়োজক কমিটির পক্ষে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমন্বায়ক হরষিত দে ও সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ০৫ ব্যাচের মেধাবী ছাত্র অমিত সরদার।
সভায় বক্তাগণ বিদায়ী শিক্ষক তাপস স্যারের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন চাকুরী কালীন সময়ে তিনি কর্ম দিবসে কখনই ছুটি কাটাননি, তিনি ছিলেন সত্যিকারে একজন আদর্শ শিক্ষক,তিনি তার কর্মজীবনে ছাত্র-ছাত্রীদের কাছে ছিলেন তুমুল জনপ্রিয় একজন শিক্ষক,তিনি তার শিক্ষার আলোয় আলোকিত করেছেন হাজারও হৃদয়। তিনি তার সততা ও নিষ্ঠার মাধ্যমে বিদ্যালয় সুন্দর ও সুচারূপে পরিচালনা করার ক্ষেত্রে সকলেই তার ভুয়সি প্রশংসা এবং দীর্ঘায়ু সুস্থ্য জীবন কামনা করেন।