
সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভুবনমোহন কলেজিয়েট স্কুলে দুর্নীতি ও কমিটি নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয়দের অংশগ্রহনেএ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শত শত প্রতিবাদী মানুষের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন শ্লোগানসহকারে বাজার ও মেইন সড়ক ঘুরে বাস স্ট্যান্ড চত্বরে সমাবেশে মিলিত হয়। বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও প্রভাষ কুমার চুটুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বুধহাটা ইউপির চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি, নব নির্বাচিত অভিভাবক সদস্য সাজ্জাদ হোসেন, শ্রমিক নেতা রমজান আলি প্রমুখ।
এসময় প্রতিবাদকারীরা বলেন, অভিভাবকদের অনুরোধে স্কুলকে অপশক্তির হাত থেকে রক্ষা করতে স্কুলের নির্বাচনে প্যানেল দিয়েছি। বোর্ডসহ জেলাব্যাপী পরিচিত ও ভাল মানের বিদ্যালয় হিসাবে গড়ে ওঠা স্কুলটি এখন অনেক খারাপ হয়ে গেছে। দুর্নীতি ও স্বজনপ্রীতিতে ভরে গেছে। প্রধান শিক্ষককে বয়স উত্তীর্ণের পর এক্সটেনশনের সুযোগ এখন নেই, তারপরও কমিটি যদি করে সেক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়। কিন্তু এখানে সেটি করা হয়, যা অবৈধ। স্কুলে অনেক অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে। ঘর বরাদ্দেও রয়েছে ব্যাপক অনিয়মের অভিযোগ। দুর্নীতি, অনিয়ম ঢাকতে স্কুলের কমিটি গঠন নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। আজকেও ষড়যন্ত্র করা হচ্ছিল, আমরা সদস্যদের নিয়ে সে ষড়যন্ত্র রুখে দিয়েছি। আমাদের ও জেলার অভিভাবক এমপি রুহুল হক সাহেব। তিনি নিরেট উন্নত চরিত্রের মানুষ ও সুস্থ্য চিন্তার অধিকারী। তাঁর কাছে আমাদের অনুরোধ স্কুলের অভিভাবক ও জনগণ যাকে সভাপতি হিসাবে দেখতে চায় তিনি তাদের অনভ‚তিকে ম‚ল্য দিবেন সেটাই আমাদের কাম্য। দাবী আদায় না হওয়া পর্যন্ত প্রতিবাদকারীরা রাজপথ ছাড়বে না বলে অঙ্গীকার ব্যক্ত করেন।