
সচ্চিদানন্দদেসদয়: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে ৭ম শ্রেণির স্কুল ছাত্রীর বাল্য বিবাহের তোড়জোড়ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাল্য বিবাহ বন্ধ করলেন ইউএনও। জানাগেছে, বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের আদর আলী বিশ্বাসের ছেলে মান্নান বিশ্বাস তার স্কুল পড়–য়া মেয়ের বিবাহের জন্য নিজ বাড়ীতে অনুষ্ঠানের আয়োজন করেন। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীর আলিফ রেজা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাল্য বিবাহের অনুষ্ঠান পন্ড করে দেন। এ সময় স্কুল ছাত্রীর অভিভাবকবৃন্দ বিজ্ঞ ভ্রাম্যমান আদালতকে লিখিত মুচলেকা দেন তাদের মেয়ের বয়স ১৮বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে তারা বিয়ে দেবেন না। ভ্রাম্যমান আদালত চলাকালে সহকারী মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন চৌধুরী, আশাশুনি থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।