
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পদœা বেউলা গ্রামে আদালতে মামলা চলার পরেও বাদীর বাড়ি ঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকাল ৯টায় উপজেলার পদœা বেউলা গ্রামের মৃত ফজর আলীর পুত্র ইন্তাজ আলী বদ্দির বসত বাড়িতে সন্ত্রাসী ইস্টাইলে অনধিকার ভাবে প্রবেশ করে । পদœা বেউলা গ্রামের মৃত ফজর আলীর পুত্র মজিদ বদ্দি,তার স্ত্রী ছায়রা বেগম,মেয়ে মনোয়ারা ও ছেলে মাদকসেবী আলতাপ হোসেন (ঘুঘু আলতাপ) সহ আরো অজ্ঞাত নামা ব্যক্তিরা দলবদ্ধ ভাবে বাড়ির ভিতরে দা,লাটি, শাবল ও কোদাল সহ দেশীয় অস্ত্র নিয়ে । অশ্লিল ভাষায় গালি গালাজ করতে করতে আমার বসত বাড়ির ভিতরে প্রবেশ করে বসত ঘর , রান্না ঘর ও কাঠ ঘর সহ গোয়াল ঘরের দেওয়াল ও ঘরের টালী ভাংতে থাকে । আমি ও আমার স্ত্রী ঘর ভাংতে বাঁধা দিলে আমাদেরকে মারপিঠ করে। এমনকি বাহিরে ফাঁকা পেলে আরো মারা হবে বলে হুমকি দিতে দিতে চলে যায় । এবং আমরা যদি আইনের আশ্রায় নেই তা হলে আমাদেরকে বিভিন্ন ক্ষয়-ক্ষতি ও মিথ্যা মামলায় জড়িয়ে দিবে বলে জানান তারা । দিন মুজুর ইন্তাজ আলী বদ্দি উপায়ন্ত ইউপি সদস্য সহ গ্রামের গন্যমান্য ব্যাক্তিদের জানান । তাতে ক্ষিপ্ত হয়ে নিজেদের অপরাধ ঢাকতে আশাশুনি থানায় অভিযোগ করেন । এ বিষয় তদন্ত কর্মকর্তা এ.এস.আই হাবিবুর রহমান জানান বাদী এবং বিবাদী পরস্পর ভাই ভাই কিন্তু তাদের ক্রয় ও বিক্রয়কৃত জমি ভুল ক্রমে ভিন্ন ভিন্ন নামে রের্কড হওয়ায় উভয় পক্ষ আদালতে মামলা করেন এবং আদালতে মামলা চলমান থাকায় তাদের উভয় পক্ষকে চলমান মামলার রায়ের জন্য অপেক্ষা করতে বলেন । সেই সাথে আইন শৃংখলা রক্ষার্থে যে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে বলেন ।