আন্তর্জাতিক ডেস্ক :
ভারতীয় গণতন্ত্রের তিনটি স্তম্ভকে ধ্বংস করছে মোদি সরকার। বিরোধীদের কণ্ঠরোধ করতে নতুন করে ফন্দি আঁটছে তারা। সেই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করছে সরকার। সম্প্রতি একটি সংবাদপত্রে কেন্দ্রকে তীব্র আক্রমণ করে এমন অভিযোগ এনেছেন সোনিয়া গান্ধী। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তার দাবি, কৌশলী শব্দ ব্যবহার করে সমস্যা থেকে সাধারণ মানুষের নজর ঘুরিয়ে দেন মোদি।
একটি সর্বভারতীয় সংবাদপত্রের সম্পাদকীয় বিভাগে লিখতে গিয়ে সোনিয়া বলেন, সাম্প্রতিককালে বারবার বাতিল হয়েছে সংসদের অধিবেশন। আদানি ইস্যু, বেকারত্ব, মূল্যবৃদ্ধি- সমস্ত বিষয়ে বিরোধীরা আলোচনার দাবি জানালেই সঙ্গে সঙ্গে থামিয়ে দেয়া হয়েছে। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ প্রসঙ্গও উঠে এসেছে সোনিয়ার লেখায়।
বিরোধি দলগুলিকে হেনস্তা করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার করছে মোদি সরকার- এমনটাই দাবি করেছেন সোনিয়া। তিনি লিখেছেন, রাজনৈতিক মামলার ৯৫ শতাংশই দায়ের করা হয়েছে বিরোধী দলগুলির বিরুদ্ধে। কিন্তু সেই অভিযুক্তরা বিজেপিতে যোগ দিলেই তাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ উধাও হয়ে যাচ্ছে। শুধু বিরোধী দল নয়, সাংবাদিক ও বিশিষ্টজনের বিরুদ্ধেও একই পদক্ষেপ নিচ্ছে মোদি সরকার।
রামনবমী উপলক্ষে হিংসার বিষয়েও আলোকপাত করেছেন প্রবীণ কংগ্রেস নেত্রী। তিনি বলেন, ‘বিজেপি ও আরএসএস ঘৃণা ও হিংসা ছড়াচ্ছে আর প্রধানমন্ত্রী তাকে এড়িয়ে যাচ্ছেন। একবারের জন্যও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি বা শান্তির বার্তা দেননি। ধর্মীয় অনুষ্ঠানগুলি যেন অন্যদের ভয় দেখানোর উপায় হয়ে উঠেছে।’ সূত্র: এনডিটিভি।