
নিজস্ব প্রতিবেদক:ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় কালিগঞ্জ সরকারি মহিলা কলেজ সংলগ্ন মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদলসহ থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, পতাকা ও রঙিন বেলুন নিয়ে সুসজ্জিত মিছিল সহকারে সভাস্থলে সমবেত হন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন।বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আখতারুজ্জামান বাপ্পি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. রোকনুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন,১৬ বছরের রাজনীতি দেখে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। গত পাঁচ বছরে দুই উপজেলার রাস্তাঘাট পিচ ঢালাই করেছি, প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, কাঁকশিয়ালি ব্রিজ নির্মাণ করেছি, কলেজ-মাদ্রাসা, ইউনিয়ন কমপ্লেক্স ও বাজার উন্নয়ন করেছি। এজন্যই মানুষ আমাকে উন্নয়নের রূপকার বলে।
তিনি আরও বলেন,ওয়ান ইলেভেনের সময় অনেক এমপি দুর্নীতির দায়ে জেলে গিয়েছিল, কিন্তু আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি, কারণ আমি সবসময় মানুষের পাশে থেকেছি।আজ জাতীয় সংহতি দিবস,এই দিনে আমি আহ্বান জানাই, বিভাজন নয়, ঐক্য চাই। আমরা সবাই মিলে দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় কাজ করব। সংহতির শক্তিতে অন্যায়, দুর্নীতি ও স্বার্থপর রাজনীতিকে পরাজিত করে জনগণের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।

