কিশোর কুমার: সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক কমিটির পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার সকালে নব নির্বাচিত কমিটির সকল সদস্যরা গোপালগঞ্জ জেলার টুঙ্গপাড়ায় অবস্তিত বঙ্গবন্ধু মাজারে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। এর পরে তারা বাঙালী জাতির জনক শেখ মুজিবর রহমানের কবর জিয়ারত ও তার আত্মার মাগফেরাত কামনা করেন। শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহবায়ক স. ম. আব্দুস সাত্তার, কাজী নজরুল ইসলাম হিল্লোল, এস.এম মারুফ তানভীর হোসেন সুজন সদস্য, মীর মহিতুল আলম, সরদার জাকির হোসেন, শেখ নাজমুল ইসলাম, সৈয়দ মহিউদ্দিন হাসেমি তপু, সাইফুল ইসলাম, মনোয়ার হোসেন অনু, শেখ আব্দুর সালাম, জাহিদ হোসেন, রেজা আল আমিন শুভ, হাবিবুর রহমান সবুজ, শেখ তামিম আহমেদ সোহাগ, রবিউল ইসলাম, প্রভাষক মঈনুল ইসলাম, সৈয়দ আমিনুর রহমান বাবু, রেজাউল ইসলাম রেজা, ইমরান হোসেন ও বশির আহমেদ, তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহাবুব হোসেন মিন্টু প্রমূথ। এসময় নেতৃবৃন্দ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামী আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার জন্য সকলকে নৌকায় ভোট দেওয়ার উদর্থ আহবান জানান।
বঙ্গবন্ধুর মাজারে সাতক্ষীরা যুবলীগের শ্রদ্ধা
পূর্ববর্তী পোস্ট