সাতনদী অনলাইন ডেস্ক: রাজধানীর ফাঁকা বাড়ি টার্গেটের পর একদল রেকি করে তথ্য দিলে আরেক দল গিয়ে চুরি করে। হাতিরঝিলের নয়াটোলা এলাকা থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কারসহ চোর চক্রের ৬ জনকে আটক করেছে পুলিশ। ফাঁকা বাসা টার্গেট করে চুরি করতো এ চক্রটি। অপর আরেকটি অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ জনকে আটক করেছে তারা। চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত এ ডাকাত সদস্যরা।
রাজধানীর রাপাপ্লাজা ও রমনায় দুর্ধর্ষ চুরির ঘটনায় নড়েচড়ে বসে পুলিশ। চোর চক্রদের ধরতে অভিযানে নামেন তারা। সম্প্রতি রামপুরার এক বাসা থেকে চুরি হওয়া দুটি স্বর্ণের চেইন, কানের দুল ও ঘড়িসহ ৬ চোরকে আটক করে পুলিশ। বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
পুলিশ জানায়, সংঘবদ্ধ চক্রটি দুই ভাগে ভাগ হয়ে বাসা বাড়িতে চুরি করতো। একদল দিনের বেলা রেকি করে তথ্য দিলে সুযোগ মতো রাতের বেলা গ্রিলকেটে বাসায় ঢুকে চুরি করতো আরেকদল।
একই দিন আলাদা অভিযানে মগবাজার নয়াটোলা থেকে বেশ কয়েকটি চাকু ও গ্রিলকাটার মেশিনসহ ৮ ডাকাত সদস্যকে আটক করা হয়।
সময় সংবাদকে রমনা জোনের উপকমিশনার (ডিবি) এইচ এম আজিমুল হক বলেন, বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের ক্রাইমের সঙ্গে জড়িত। মূলত তারা অপরাধ চক্রের সঙ্গে জড়িত। যখন যেটা পায় সেটা করে।
রাজধানীর বিভিন্ন থানায় আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।