
সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি ঃ আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) প্রতাপনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি শেখ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলগের সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কমিটির আহবায়ক ও উপজেলা আ’লীগ সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আ’লীগ সহ-সভাপতি ও কমিটির সদস্য এড. জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক ও কমিটির সদস্য চেয়ারম্যান আলহাজ¦ শাহ নেওয়াজ ডালিম, সাংগঠনিক সম্পাদক ও সদস্য আব্দুস সামাদ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ও সদস্য বিমল কৃষ্ণ সানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সদস্য জগদীশ সানা। সভায় উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চেয়ারম্যান আবু হেনা সাকিল, চেয়ারম্যান আলমগীর আলম লিটন, চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দীপ, ইউনিয়নের সকল ওয়ার্ড আ’লীগ সভাপতি ও সেক্রেটারী, মহিলালীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জামাত-শিবিরের কোন সদস্য-সমর্থক, মাদকাসক্ত, চাঁদাবাজী ও সমাজে অপরাধচক্রের কোন সদস্য যাতে আ’লীগের সদস্য হতে না পারে সেজন্য সতর্ক থাকার আহবান জানান হয়।