
২৮ অক্টোবর মঙ্গলবার সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় “টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় অভিভাবক নির্বাচনে শিক্ষকের পক্ষপাতিত্বের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। অভিভাবক নির্বাচনে শিক্ষকের পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে যা সঠিক নয়। প্রকৃতপক্ষে কিছুদিন আগে আমাদের স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও আয়া নিয়ে একটি ঝামেলা হয়। বিষয়টি নিয়ে একটি গ্রুপিং সৃষ্টি হয়েছে। অপরদিকে আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করার লক্ষে কার্যক্রম চালু রয়েছে। একটি পক্ষ আমাকে অপরাধী বানাতে এবং সকলের কাছে হেও পতিপন্ন করার লক্ষে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি কেনো কোন একক প্রার্থীর পক্ষে ভোট চাইতে যাব। অভিভাবকরা যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিবেন। আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি উক্ত মিথ্যা তথ্যের ভিত্তিতে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী, মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়।

